শনিবার, ৯ এপ্রিল, ২০২২

সাপ পরিচিতি-২ গোখরো

সাপ পরিচিতি, গোখরো সাপ



সাপের নাম:গোখরো, পদ্মগোখরো, খইয়া/ খৈয়া গোখরো, খরিস, নাগ

ইংরেজি নাম: Spectacled cobra.Indian cobra.Asian cobra. Binocellate cobra. 

Scientific name: Naja Naja, N naja.


  •  ভারতীয় উপমহাদেশ তথা এশিয়া মহাদেশের অন্যতম এক বিষধর সাপ হল এই স্পেক্টাকল্ড কোবরা বা গোখরো সাপ। এই জাতীয় সাপ তাদের ফণার জন্য বিখ্যাত ও পরিচিত। ঘাড়ের কাছে হাড়কে সম্প্রসারণ করে ফণা মেলে ধরে তখন চমৎকার ফণাটি বিস্তৃত হয়। গোখরো প্রজাতির সকল সাপই উত্তেজিত হলে তার ফণা মেলে ধরে। এই কোবরা ভারতীয় উপমহাদেশের বিভিন্ন দেশ ছাড়াও মিশর, আরব, দক্ষিণ আফ্রিকা, বার্মা, চীন ইত্যাদি দেশ ও অঞ্চলে দেখা যায়। আর ভারতে এই সাপ এতোই বেশি যে প্রায় প্রতিটি ঘরেই কোনো না কোনো দিন এই সাপের দেখা পাওয়া যায়। এই সাপের কামড়ে প্রতিদিন অনেক মানুষের মৃত্যু ঘটে ভারতে।


  • পরিচিতি:

  • এই সাপ চেনার সহজ উপায় হলো, ফণার পিছন দিকে "U" এর মতো চিহ্ন থাকে, অথবা পুরনো দিনের ডাঁটিছাড়া জোড়া চোখের চশমার মতো দাগ থাকে। যার দরুন এই কারণেই সাপটির নামকরণ করা হয় specticled cobra নামে। বাঙ্গালিরা এটাকে গোখরা সাপ নামে চেনে। ইন্ডিয়ায় এটাকেই নাগ/ নাগিন বলে।
  • প্রজনন :
  • ভারতীয় কোবরা ডিম পাড়ে এবং এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে ডিম দেয়। নাগিন বা স্ত্রী সাপগুলো তখন সাধারণত মানুষের বসতবাড়ির কাছে এসে ইঁদুরের গর্ত গুলোতে ঢুকে পড়ে। তারা ১০ থেকে ৩০ টি ডিম দেয় এবং ডিমগুলো ফুটতে ৫০ থেকে ৭০ দিন সময় নেয়। কোবরার বাচ্চাকাচ্চারা ৮ থেকে ১২ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। বেবি কোবরা গুলো জন্ম থেকেই স্বাধীন এবং বড় কোবরা গুলোর মতো সম্পূর্ণভাবে বিষাক্তও।


  • বিষ:
  • এদের বিষে রয়েছে neurotoxin ও cardiotoxin, যে বিষ খুবই মারাত্মক। যা সরাসরি নার্ভ ও পেশীগুলোতে আঘাত করে। যার ফলে স্নায়ুগুলো অকেজো হয় পড়ে। শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, হৃদযন্ত্রের কাজ করা বন্ধ হয়ে যায়। নির্ধারিত সময়ের মধ্যে সঠিকভাবে চিকিৎসা না হলে মৃত্যু অনিবার্য।
    • সুতরাং, সবার কাছে রিকোয়েস্ট একটাই। কাউকে বিষাক্ত সাপে কামড়ালে কোনো কবিরাজ বা ওঝার কাছে না গিয়ে সরাসরি সরকারি হসপিটালে যাবেন। আর অধিকাংশ সাপ কিন্ত বিষধর নয় তাই সাপের কামড় মানেই মৃত্যু নয়। অনেকেই নির্বিষ সাপকে বিষাক্ত মনে করে হার্ট অ্যাটাকে মারা যায়।


ফেসবুকে আমার পেজ➡️⤵️

 facebook.com/aliahmedunofficial

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন