"দুধ কলা দিয়ে কালসাপ পোষা"
![]() |
সাপ কি দুধ খায়? |
সাপ কি দুধ খায়?
বাংলা সাহিত্যে জনপ্রিয় একটি বাগধারা আছে "দুধ কলা দিয়ে সাপ পোষা"।
এখন প্রশ্ন হচ্ছে গিয়ে সাপ কেনো দুধকলা "খায়না? অনেকেই তো বলেন সাপ দুধ খায়, তাহলে?
আমরা যা খাই সব খাবারই আমিষ, শর্করা ও স্নেহ জাতীয়। প্রতিটা খাবার হজম করার মতো এনজাইম আমাদের পাকস্থলী ও নাড়িভুঁড়িতে আছে।
আমরা জানি, গরু একটি তৃণভোজী প্রাণী। গরুকে আপনি কাঁচা বা রান্না করা মাংস খাওয়াতে পারবেননা। গরু মাংস কখনোই খাবেনা। তার পেটে এটা হজম হবেনা। মাংস হজম করার মতো এনজাইম গরুর পেটে থাকেনা। লতাপাতা ও ঘাস হলো গরুর খাদ্য।
ঠিক তেমনিভাবে সাপ হলো সম্পূর্ণ মাংসাশী প্রাণী। সাপের পেটে প্রোটিন বা মাংস হজমের এনজাইম থাকে। তাই এরা শুধুমাত্র পোকামাকড়, ইঁদুর, ব্যাঙ, ডিম, ছোটছোট প্রাণী খায়। সাপের পেটে দুধকলা হজম করার মতো এনজাইমও নেই। যেটা হজম হবেনা সেটা খেলে হজমজনিত সমস্যায় সাপের খুব ক্ষতি হয় এমনকি সাপটি মারা ও যেতে পারে। তাছাড়া সাপের জিহ্বা খুব সরু, চোষণ করার উপযোগী নয়। আর সাপের জিহ্বা চোষার জন্য নয়, বরং সাপের জিহ্বা হলো পথ নির্দেশক স্বরূপ।
- দাঁড়াস সাপের লেজে নাকি বিষাক্ত কাঁটা আছে তাই লেজ দিয়ে মারলে ক্ষতস্থান পঁচে যায়
প্রথমেই বলি পৃথিবীতে এমন কোনো সাপ নেই যার লেজে বিষাক্ত কাঁটা আছে । যারা বিষধর সাপ তাদেরও মুখে বিষ থলিতে বিষ থাকে । দাঁড়াস সম্পূর্ণ নির্বিষ আর লেজেও কোনো কাঁটা নেই । এগুলো ভ্রান্ত ধারণা ছাড়া কিছুই নয়। এই পা পঁচে যাওয়ার গুজব টা আমি আমার দিদার কাছ থেকে শুনেছি। আমার দিদাও তার দিদার কাছ থেকে শুনেছে। কেউই দেখিনি তবে বিশ্বাস করি এটা একটা নির্ভেজাল কুসংস্কার। কোনোও কালে কোথাও কেউ কি নাকি দেখেছে সেটাকে গরুর দুধ খাওয়া বলে চালিয়ে দিচ্ছে। যে যাই বলুক, সত্যটা হলো আজো পর্যন্ত পৃথিবীর কেউ নিজ চোখে সাপকে গরুর দুধ পান করতে দেখেছেন বলে প্রমাণ করতে পারেননি।
দারাস সাপ ইঁদুর বা ব্যাঙ ধরতে গোয়াল ঘরে ঢুকে পড়ে। গরু সাপ দেখে ভয়ে লাফাতে থাকে। গরুর লাফালাফি দেখে সাপ ভয় পেয়ে গরুর পায়ে প্যাচিয়ে জড়িয়ে ধরে। দেখে মনে হয় সাপ গরুর দুধ খাচ্ছে।
একটা প্রশ্ন থেকে যায় এখানে, তা হলো গিয়ে হিন্দুদের পুজায় নাগপঞ্চমীতে সাপকে দুধ খেতে দিলে খায় কেনো?
আসলে হচ্ছে কি,সাপুড়িয়া সাপকে পিপাসিত করার জন্য অনেকদিন ধরে পানি না দিয়ে তৃষ্ণার্ত রাখে। তারপর তৃষার্ত সাপের সামনে যখন দুধের বাটি এগিয়ে দেয় তখন সাপ দুধ খায়। তৃষ্ণার্ত সাপ তখন মুখের সামনে পানিজাতীয় যা পায় এমনকি কোক, স্প্রাইট তাই খাবে।
ফেসবুকে আমি facebook.com/rumman.naik
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন