শুক্রবার, ২৩ জুন, ২০২৩

এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে নেই ঢাবি

এশিয়া মহাদেশের সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারত, ভিয়েতনাম ও পাকিস্তানের একাধিক বিশ্ববিদ্যালয়ের নাম থাকলেও নেই বাংলাদেশের পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নাম। টাইমস হায়ার এডুকেশনে এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় ১৮৬তম অবস্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ১৯২তম অবস্থানে আছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

২০২৩ শিক্ষাবর্ষে টাইমস হায়ার এডুকেশনের প্রকাশিত ম্যাগাজিন থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, পাঠদান, গবেষণা, জ্ঞান বিনিয়ময় ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এই চারটি বিষয়ে ১৩টি দক্ষতার ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়েছে।



তালিকার ৪০১ থেকে ৫০০তম অবস্থানে বাংলাদেশের আরো ৩টি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকৃবি ও কুমিল্লা প্রকৌশল বিশ্ববিদ্যালয়-কুয়েট।


ম্যাগাজিনে আরো বলা হয়, মোট ১ হাজার ৭৯৯টি বিশ্ববিদ্যালয় তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে ৫২৬টি বিশ্ববিদ্যালয় র‍্যাংক পাওয়ার যোগ্যতা পূরণ করতে ব্যর্থ হওয়ার পাশাপাশি 'রিপোর্টার' হিসেবে মূল তালিকায় যুক্ত করার বিষয়ে সম্মতি জানিয়েছে। 


তালিকায় রিপোর্টার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশের ৯টি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলো হলো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, যশোর প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।



প্রাসঙ্গিক

সম্পর্কিত খবর

চবির সাংবাদিকতা বিভাগে ফ্যাক্ট চেক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

চবির সাংবাদিকতা বিভাগে ফ্যাক্ট চেক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দুজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

দুজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯১৩ কোটি টাকার বাজেট, গবেষণায় ১.৬৪ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯১৩ কোটি টাকার বাজেট, গবেষণায় ১.৬৪ শতাংশ

চবিতে সাংবাদিক মোহাম্মদের ওপর হামলা, শাস্তির দাবি ডুজার

চবিতে সাংবাদিক মোহাম্মদের ওপর হামলা, শাস্তির দাবি ডুজার



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন